মালদায় এক রাতে পাঁচ মন্দিরে চুরি
একই রাতে পাঁচটি মন্দিরে চুরির ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল ইংরেজবাজার থানার যদুপুর ২ গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামে৷ পাঁচটি মন্দিরের দেবদেবীর গয়না, প্রণামীর বাক্স সহ বাসনপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা৷ শনিবার কাকভোরে বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। মন্দিরে চুরির ঘটনার খবর পেয়ে মহেশপুর গ্রামে তদন্তে যায় ইংরেজবাজার থানার পুলিশ।
মহেশপুর গ্রামের তারাকালী মন্দির, মনসা মন্দির, শনি মন্দির সহ পাঁচটি মন্দিরে চুরির ঘটনাটি ঘটেছে। এই মন্দিরগুলি থেকে দেবদেবীর সোনা-চাঁদির অলংকার, প্রণামী বাক্স এবং বাসনপত্র খোয়া গিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা কৌশিক ঘোষ জানিয়েছেন, এদিন সকালে স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করে পাঁচটি মন্দিরের তালা ভাঙা ৷ দেবদেবীর গয়না সহ সমস্ত বাসনপত্র চুরি হয়ে গিয়েছে৷ মন্দিরগুলির লোহার গ্রিলের তালা ভেঙে দুষ্কৃতীরা লুটপাট চালিয়েছে। পাঁচটি মন্দিরের কয়েক লক্ষ টাকার অলংকার এবং প্রণামী বাক্স খোয়া গিয়েছে। এই চুরির ঘটনা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments