top of page

মালদায় আয়োজিত হল জব ফেয়ার, প্রশ্ন তুললেন চাকরি প্রার্থীরা

কারিগরি শিক্ষাপ্রাপ্ত এবং শিক্ষারত যুবক-যুবতিদের জন্য আয়োজিত হল জব ফেয়ার। আজ দুপুরে মালদা পলিটেকনিকে মেলার উদবোধন করেন মন্ত্রী হুমায়ুন কবির। মেলা থেকে অন্ততপক্ষে ২২০০ জনের নিশ্চিত চাকরির কথা মন্ত্রী জানালেনও ভিন জেলার চাকরিপ্রার্থীরা চাকরি মেলা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন।


মন্ত্রী হুমায়ুন কবির জানান, ইতিমধ্যে রাজ্যে ১০-১২টি জব ফেয়ার হয়ে গিয়েছে। আজ এখানে ২২০০ জনের চাকরি হয়েছে বলে তিনি শুনতে পেয়েছেন। এই সংখ্যাটা আরও বাড়বে বলে তিনি আশাবাদী। এরপর ১২-১৩ মে শিলিগুড়িতে এই জব ফেয়ার হবে।


এক চাকরি প্রার্থী প্রতাপ মণ্ডল জানান, এখানে আইটিআইয়ের বিভিন্ন ট্রেডের ছেলেমেয়েদের চাকরি দেওয়া হচ্ছে। একই ছাদের তলায় এত কোম্পানি উপস্থিত হওয়ায় চাকরি প্রার্থীদের সুবিধে হচ্ছে। চাকরি প্রার্থীরা নিজেদের পছন্দের কোম্পানিতে ক্যাম্পাসিংয়ে বসতে পারছে। আরেক চাকরি প্রার্থী রায়বুর ইসলাম জানান, তিনি কোচবিহার থেকে জব ফেয়ারে এসেছেন। তিনি তুফানগঞ্জ পলিটেকনিক থেকে পাস করেছেন। রোজা রেখে এতদূর এসেও তাঁর মতো অনেকেই এখনও পর্যন্ত কোনও ক্যাম্পাসিংয়ে যোগ দিতে পারিনি। এখানে ২০২২ সালে পাস করা কাউকে নেওয়া হচ্ছে না। শুধুমাত্র ২০২১ সালে পাস করা থাকলে ক্যাম্পাসিংয়ের সুযোগ দেওয়া হচ্ছে। তাঁদের শুধুই হেনস্তা করা হল।



পুনের এক কোম্পানির ম্যানেজার বিশাল লোখান্ডে জানান, রাজ্যের সরকারের তরফে এই জব ফেয়ারের বিষয়ে জানানো হয়েছিল। কর্মী নিয়োগের জন্য তাঁরা এখানে এসেছেন। ইন্টারভিউয়ে বেশ ভালো কোয়ালিটির ছেলেমেয়েকে পাচ্ছেন তাঁরা।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page