top of page

নিয়োগের দাবিতে প্রশাসনিকভবন চত্বরে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

শূন্যপদে নিয়োগের দাবিতে বিক্ষোভ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের। আজ দুপুরে টেট উত্তীর্ণ প্রার্থীরা শহর জুড়ে মিছিল করে জেলা প্রশাসনিক ভবন চত্বরে জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকে। পরে জেলাশাসকের দফতরে একটি স্মারকলিপি জমা দেন চাকরিপ্রার্থীরা।


চাকরিপ্রার্থীদের অভিযোগ, তাঁরা ২০০৯ সালে টেট উত্তীর্ণ হয়েছেন। প্রাথমিক শিক্ষক পদে শূন্যপদ থাকলেও এখনও তাঁদের নিয়োগ করা হচ্ছে না। ৪৩১টি পদে এখনও নিয়োগ হয়নি। ওই সমস্ত শূন্যপদে অবিলম্বে নিয়োগের দাবি তুলেছেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।



এক চাকরিপ্রার্থী জানান, অন্যান্য জেলায় ২০০৯ সালে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও মালদা জেলায় তা হয়নি। দীর্ঘদিন আদালতে লড়াইয়ের পর ২০২১ সালে আদালতের নির্দেশ মেনে সরকার মালদা জেলায় প্যানেল প্রকাশ করেন। কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়ার ৪৩১টি আসনে এখনও নিয়োগ করা হয়নি। বারবার সেই নিয়োগ টালবাহানা করা হচ্ছে। এরই প্রতিবাদে তাঁদের আন্দোলন। আজ জেলাশাসককে এনিয়ে স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page