top of page

তৃণমূলকে সমর্থন প্রসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে উলটো প্রতিক্রিয়া ডালুর

যেখানে তৃণমূল ও বিজেপিকে রুখতে একত্রিত হওয়ার ডাক দিয়ে রাজ্যের বিধানসভা লড়াইয়ের ময়দানে নেমেছে বাম-কংগ্রেস, সেখানে ত্রিশঙ্কু হলে তৃণমূলকে সমর্থন করার কথা জানিয়েছিলেন কংগ্রেসের জেলা সভাপতি আবু হাসেম খান চৌধুরি ওরফে ডালুবাবু। গতকাল তাঁর এই মন্তব্যের পর জেলার রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে যায়। আজ সাংবাদিক বৈঠক ডেকে তৃণমূল ও বিজেপিকে রুখতে একত্রিত হয়ে লড়াই করার কথা সাফ জানিয়ে দেন ডালুবাবু।


উল্লেখ্য, গতকাল জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরি জানিয়েছিলেন, এবারের নির্বাচনে রাজ্যে ত্রিশঙ্কু পরিস্থিতি তৈরি হলে প্রয়োজনে তিনি তৃণমূলকে সমর্থন করবেন৷ তাঁর এই মন্তব্যের পরেই জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বামফ্রন্টের দুই শরিক আরএসপি ও ফরওয়ার্ড ব্লক নানা প্রশ্ন তোলে।


এনিয়ে আজ কংগ্রেস ও বাম নেতৃত্বের তরফে যৌথ সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়৷ বৈঠকে ডালুবাবু জানান, তৃণমূল-বিজেপিকে রুখতে কংগ্রেস বামফ্রন্টের সঙ্গে কাজ শুরু করে দিয়েছে। যৌথভাবে জেলায় প্রচারও শুরু হয়েছে। গতকাল তিনি যা বলেছিলেন, তার অনেকটাই হয়তো তাঁর বলা উচিত ছিল না। তবে সেই মন্তব্যের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক ছিল না৷ গোটাটাই ছিল আমার ব্যক্তিগত মত৷




সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, বামফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ সহ বিভিন্ন ধর্মনিরপেক্ষ দল রাজ্যস্তরে সংযুক্ত মোর্চা গঠন করে এবারের নির্বাচনে লড়াই করছে৷ সংযুক্ত মোর্চার এই লড়াই তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে৷



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page