খারাপ রাস্তায় উলটে গেল পাট বোঝাই ট্র্যাক্টর
বেহাল রাস্তার কারণে উলটে গেল পাট বোঝাই ট্র্যাক্টর। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন চালক। দীর্ঘদিন ঘরে স্থানীয় বাসিন্দারা রাস্তা সংস্কারের দাবি তুললেও কোনও ফল মেলেনি। এই ঘটনার পর ক্ষোভের সঞ্চার হয়েছে স্থানীয়দের মধ্যে।
হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের অন্তর্গত হরিশ্চন্দ্রপুর হাসপাতালগামী রাজ্য সড়কের অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের জন্য দাবি তোলা হলেও এখনও রাস্তার মেরামতি হয়নি। পিচের চাদর উঠে গোটা রাস্তা খানাখন্দে ভরতি। খানাখন্দের জন্য আজ একটি পাট বোঝাই ট্র্যাক্টর উলটে গিয়েছে। প্রায়শই এই রাস্তায় দুর্ঘটনা ঘটতে থাকে। কিন্তু রাস্তা মেরামতির জন্য কোনও উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দা ভাগু দাস বলেন, "রাস্তা খারাপের জন্য ট্রাক্টরটি উলটে গেছে। প্রায় তিন-চার বছর রাস্তার সংস্কার হয়নি। একাধিকবার রাস্তা সংস্কারের জন্য জানানো হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সেই কারণেই এই দুর্ঘটনাগুলি ঘটছে”।
প্রতীকী ছবি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments