প্রচুর জালনোট সহ গ্রেফতার কালিয়াচকের নাবালক
চার লক্ষ ৪০ হাজার টাকার জালনোট সহ গ্রেফতার সপ্তম শ্রেণির পড়ুয়া। বারো বছরের ওই কিশোরকে আজ মালদা জেলা আদালতে পেশ করেছে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে গোলাপগঞ্জ তদন্তকেন্দ্রের পুলিশ জাতীয় সড়কের ধারে ওঁত পাতে। ওই এলাকা থেকে গ্রেফতার করা হয় আবদুল সালাম নামে এক কিশোরকে। আবদুল শাহবাজপুর স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। বাড়ি কালিয়াচকের সাদরিটোলায়। তার হেপাজত থেকে উদ্ধার হয় চারশোটি পাঁচশো টাকার ও একশো কুড়িটি দুই হাজার টাকার জালনোট। তবে সপ্তম শ্রেণির পড়ুয়া কীভাবে এই কারবারের সঙ্গে জড়িয়ে পড়ল তা ভাবাচ্ছে পুলিশকেও। আজ আবদুলকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários