top of page

কচ্ছপের অংশ সহ ধৃত সহ দুই কারবারি

কচ্ছপের অংশ সহ দুই কারবারিকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের নাম মোহম্মদ শাহজাহান আলি (৪১) ও ফিরোজ শেখ (৩৪)। ধৃতরা কালিয়াচকের বিভিন্ন এলাকার বাসিন্দা। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


Kaliachak police arrested two traders with tortoise parts
৪৫ কেজি কচ্ছপের অংশ সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ

কালিয়াচক থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে সুলতানগঞ্জ কলেজ সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে হানা দিয়ে ৪৫ কেজি কচ্ছপের অংশ সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ধৃতরা এই কারবারের সঙ্গে যুক্ত। উদ্ধার হওয়া সামগ্রী তারা বাংলাদেশে পাচারের ছক কষেছিল।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page