অভিনব শাস্তি, লকডাউন উপেক্ষা করলেই বাধ্যতামূলক করোনা টেস্ট
লকডাউন নিয়ন্ত্রণে জেলার প্রতিটি থানাকে ছাপিয়ে গেল কালিয়াচক থানার নকশা৷ লকডাউন অমান্যকারীদের তাড়া নয়, লাঠিপেটা নয়, এমনকি ভ্যানে তুলে থানায় নিয়ে যাওয়াও নয়৷ সরকারি নির্দেশিকা উপেক্ষা করে যাদের আজ রাস্তায় দেখা গিয়েছে, তাদের ধরে করোনা পরীক্ষা করাতে বাধ্য করিয়েছেন পুলিশকর্মীরা৷ এমনই ছবি আজ সকাল থেকে দেখা গিয়েছে কালিয়াচকের চৌরঙ্গিতে৷ সেখানে ছিলেন ডিএসপি (সদর) প্রশান্ত দেবনাথ, থানার আইসি আশিস দাস সহ অন্য পুলিশ আধিকারিকরা৷ ছিলেন অসংখ্য পুলিশ ও সিভিককর্মীও৷
উত্তরবঙ্গের মধ্যে মালদা জেলা এখন করোনা হটস্পটে পরিণত হয়েছে৷ রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে জেলায় করোনা সংক্রমিতের সংখ্যা ৪৬৯৫। মৃত্যু হয়েছে ৩৪ জনের৷ আজও বৈষ্ণবনগর এলাকায় একজন করোনা সংক্রমিতের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ বিশেষজ্ঞরা অনেক আগেই জানিয়ে দিয়েছেন, সংক্রমণের চেইন ভাঙা ছাড়া কোনও গতি নেই৷ কবে করোনার ভ্যাকসিন বাজারে আসবে, তাও জানা নেই কারোর৷ সেকারণেই এই রাজ্যে এখন প্রতিদিনই আংশিক লকডাউন চলছে৷ সরকারি নির্দেশে মাঝেমধ্যে চলছে পূর্ণ লকডাউন৷
কিন্তু করোনার এই ভয়াবহতার মধ্যেও সচেতন নয় মানুষজনের একাংশ৷ শহরে তবু কিছু সচেতনতা দেখা গেলেও গ্রামেগঞ্জে মানুষজনের মধ্যে সেই চেতনার অভাব রয়েছে৷ সামাজিক দূরত্ববিধি সবসময় মেনে চলা সম্ভব নয় বলেই এদেশে মনে করা হচ্ছে৷ কিন্তু গ্রামাঞ্চলের ৯৫ শতাংশ মানুষ মাস্ক পর্যন্ত ব্যবহার করে না৷ সেখানে লকডাউন থাকে শুধুমাত্র খাতাকলমে৷ এই পরিস্থিতিতে আজ অভিনব সিদ্ধান্ত নিয়েছিল কালিয়াচক থানার পুলিশ৷ সকাল থেকে যাদেরই লকডাউন উপেক্ষা করে রাস্তায় বেরোতে দেখা গিয়েছে, তাদের প্রত্যেককে ধরে করোনা পরীক্ষা করিয়েছেন পুলিশকর্মীরা৷ এমনিতেই আজ চৌরঙ্গি মোড়ে ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে একটি করোনা পরীক্ষার ক্যাম্প বসানো হয়েছিল৷ অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট পাওয়া যাচ্ছিল লালারস দেওয়ার ১০ মিনিটের মধ্যেই৷ সেই ক্যাম্পে আজ মোট ৪০৮ জনের লালারসের নমুনা পরীক্ষা করা হয়৷ এর মধ্যে ৬৮ জন লকডাউন অমান্যকারী৷ এই ৪০৮ জনের মধ্যে একজনের পজিটিভ রিপোর্টও পাওয়া গিয়েছে৷
কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, করোনা পরীক্ষা নিয়ে এখনও মানুষের মধ্যে বেশ ভয় রয়েছে৷ সেকারণে জ্বর কিংবা অন্য উপসর্গ থাকলেও অনেকে নিজেদের লালারস পরীক্ষা করাতে চায় না৷ যদি রিপোর্ট পজিটিভ আসে! সেক্ষেত্রে পুলিশ কিংবা স্বাস্থ্য দফতর ওই ব্যক্তিকে আইসোলেশন সেন্টারে নিয়ে যেতে পারে৷ সেই ভয়কেই আজ কাজ লাগানোর চেষ্টা করা হয়েছে৷ এর মাধ্যমে অবশ্য করোনা নিয়ে মানুষকে সচেতনও করা হয়েছে৷
মালদা জেলার টাটকা নিউজ এখন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। বিনামূল্যে পড়তে এখানে ক্লিক করুন
টপিকঃ #CoronaVirus
Bình luận