যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধারে চাঞ্চল্য কালিয়াচকে
সাত সকালে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য কালিয়াচকে। পরিবারের অনুমান, বিএসএফের গুলিতে বিদ্ধ হয়েই মৃত্যু হয়েছে ওই যুবকের। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
মৃত যুবকের নাম মামুদ মিয়াঁ (২০)। বাড়ি কালিয়াচকের চরিঅনন্তপুরের কেয়ামতটোলা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে খাবার খেয়ে বাড়িতেই ছিল মামুদ। ভোর তিনটে নাগাদ পরিবারের লোকজন উঠে দেখেন মামুদ ঘরে নেই। সকালে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে সীমান্ত এলাকায় মামুদকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মামুদকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসেন পরিবারের লোকজন। কর্তব্যরত চিকিৎসকরা মামুদকে মৃত বলে ঘোষণা করেন।
মামুদের এক আত্মীয় বলেন, সকালে শুনতে পাই মামুদকে গুলিবিদ্ধ অবস্থায় সীমান্ত এলাকায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। মেডিকেল কলেজে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রাতে ওই এলাকায় মামুদ কেন গিয়েছিল তা জানা নেই। তবে আমাদের অনুমান, পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে বিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে মামুদের।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Kommentare