top of page

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করোনা তথ্য চাপার অভিযোগ খগেনের

করোনাভাইরাস নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। আজ দুপুরে বিজেপি’র মালদা জেলা কার্যালয় শ্যামাপ্রসাদ ভবনে সাংবাদিক বৈঠক ডেকে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি সাংসদ।


Khagen Murmu accused Chief Minister
রাজ্য সরকার করোনা নিয়ে রাজনীতি করছে। মালদা জেলাতেও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বললেন খগেন মুর্মু

খগেন মুর্মু বলেন, “পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্তরা সঠিক চিকিৎসা পাচ্ছে না। রাজ্য সরকার করোনা নিয়ে রাজনীতি করছে। মালদা জেলাতেও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে৷ কিন্তু সরকার সেই তথ্য চেপে দিয়েছে৷ শুধু তাই নয়, ওই মৃত ব্যক্তির লালারস পরীক্ষা না করেই আক্রান্তের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে৷ এতে জেলায় করোনাভাইরাসে গোষ্ঠী সংক্রমণও বেড়েছে৷

খগেন মুর্মু, উত্তর মালদার সাংসদ


“মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার সমস্ত ব্যবস্থা রয়েছে। কিন্তু করোনাভাইরাসের পরীক্ষার ক্ষেত্রে রোগীর লালারস কলকাতায় পাঠানো হচ্ছে৷ কারণ সেখানেই ঠিক করে দেওয়া হচ্ছে, ওই রোগীকে করোনাভাইরাসে আক্রান্ত বলা হবে কিনা৷”

খগেনবাবু আরও বলেন, “দুদিন আগে গঙ্গারামপুরের তপন এলাকার এক শ্রমিক করোনাভাইরাসের সমস্ত উপসর্গ নিয়ে মালদা মেডিকেল কলেজে ভরতি হয়েছিলেন৷ তাঁকে মালদা মেডিকেল কলেজের সাধারণ ওয়ার্ডে রাখা হয়েছিল৷ ওই শ্রমিকের মৃত্যুর পর তাঁর লালারসের কোনও পরীক্ষা না করেই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে৷ অর্থাৎ ওই শ্রমিকের পরিবার সহ শেষকৃত্যে থাকা সকলেই করোনাভাইরাসে আক্রান্ত হলেন৷



“গতকাল সেন্ট্রাল আইবির এক পদস্থ কর্তা মেডিকেল কলেজের এক চিকিৎসককে ফোনে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে মালদা মেডিকেল কলেজে কত রোগী ভরতি রয়েছে এবং কতজন মারা গিয়েছে সেই তথ্য জানতে চান৷ কিন্তু ওই চিকিৎসক তাঁকে সাফ জানিয়ে দেন, স্বাস্থ্যভবনের বারণ রয়েছে৷ করোনাভাইরাসে সংক্রমণ সম্পর্কিত কোনও তথ্য তিনি দিতে পারবেন না”

অর্থাৎ রাজ্য সরকার কীভাবে করোনা তথ্য লুকচ্ছে, তা এই ঘটনাতেই পরিষ্কার৷ প্রমাণ হিসাবে মোবাইল ফোনে রেকর্ড করা দুজনের কথোপকথনও সংবাদমাধ্যমকে শোনান খগেনবাবু৷



ত্রাণ বিলি নিয়েও রাজ্য সরকারকে এক হাত নেন খগেনবাবু। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতেও ত্রাণ নিয়ে রাজনীতি করছে তৃণমূল। প্রধানমন্ত্রী গরিব পরিবারের জন্য পাঁচ কিলো চাল ও এক কিলো ডাল বিলির নির্দেশ দিয়েছেন৷ কিন্তু পশ্চিমবঙ্গে তা দেওয়া হচ্ছে না৷ যতটুকু দেওয়া হচ্ছে তার প্যাকেটেও মুখ্যমন্ত্রীর ছবি সেঁটে তৃণমূলের ত্রাণ বলে বিলি করা হচ্ছে৷ মুখ্যমন্ত্রীর কাছে এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আবেদন করেন খগেনবাবু। তাঁরা মুখ্যমন্ত্রীকে সাহায্য করার জন্য প্রস্তুত বলেও জানান তিনি।




মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page