কৃষক বন্ধুর টাকা বাচ্চাদের অ্যাকাউন্টে, দুর্নীতির গন্ধ হরিশ্চন্দ্রপুরে
কৃষক বন্ধু প্রকল্পেও দুর্নীতির গন্ধ। কৃষকদের টাকা বাচ্চাদের অ্যাকাউন্টে ঢোকার অভিযোগ উঠছে ভুরিভুরি। গোটা বিষয়টি এখনও অন্ধকারে প্রশাসন। এদিকে, এই ঘটনায় তৃণমূলের দাবি, প্রশাসনের অন্দর থেকে বিজেপির লোকজন এসব ঘটনা ঘটাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জয়েন্ট বিডিও।
কৃষক বন্ধু টাকা বাচ্চাদের অ্যাকাউন্টে ঢোকার অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকে। ওই ব্লকের কৃষকদের অভিযোগ, নির্দিষ্ট জমির ভিত্তিতে প্রশাসন তাঁদের কৃষক বন্ধুর আইডি দিলেও দীর্ঘদিন ধরে তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। এরপরেই স্থানীয় কাস্টমার সার্ভিস পয়েন্টে খোঁজ নিয়ে কৃষকরা জানতে পারেন, তাঁদের টাকা বাচ্চাদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে।
স্থানীয় কৃষক মহম্মদ মনসুর আলি বলছেন, কৃষক বন্ধুর টাকা হাতাতে দালাল চক্র কাজ করছে। একেকজন দালাল একশো-দেড়শো বাচ্চার নামে অ্যাকাউন্ট খুলে নিচ্ছে। কিন্তু বাচ্চাদের নামে জমি না থাকার পরেও কীভাবে বাচ্চাদের নামে অ্যাকাউন্ট খোলা হচ্ছে? আমাদের ধারণা প্রশাসনের একাংশও এই চক্রের সঙ্গে জড়িত। সরকার টাকা দিচ্ছে, কিন্তু সেই টাকা আমরা পাচ্ছি না। এই চক্রের সঙ্গে যারা জড়িত আমরা তাদের শাস্তি চাই।
হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সোনাম ওয়াংদি লামা জানান, সংশ্লিষ্ট দফতরকে গোটা ঘটনাটি তদন্ত করে দেখতে বলব৷ তারপরেই এনিয়ে কোনও পদক্ষেপ করা যাবে৷
ব্লক যুব তৃণমূল সভাপতি মনিরুল আলম জানান, এই ঘটনায় প্রশাসনের কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে৷ আসলে লোকসভা ভোটে এবার দেখেছি, পোস্টাল ব্যালটের বেশিরভাগ ভোট পেয়েছে বিজেপি৷ অর্থাৎ প্রশাসনের মধ্যে বিজেপির লোকজনই বসে রয়েছে৷ তারাই এসব ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Yorumlar