প্রাত:ভ্রমণে নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখলেন কৃষ্ণেন্দু
চেয়ারম্যান পদে শপথ গ্রহণের পরেই প্রাত:ভ্রমণে বেড়িয়ে শহরের নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা নবনির্বাচিত চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি।
শনিবার সকালে শহরের নিকাশি নালা খতিয়ে দেখতে তিন নম্বর ওয়ার্ডের রবীন্দ্রভবন, কৃষ্ণকালীতলা, গদরাইল পল্লী সহ একাধিক এলাকা পরিদর্শন করেন ইংরেজবাজার কৃষ্ণেন্দুবাবু। সঙ্গে ছিলেন তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা সাহা মণ্ডল সহ অন্যান্যরা।
পরিদর্শনের পর কৃষ্ণেন্দুবাবু বলেন, শহরের জল দ্রুত নিষ্কাশনের জন্য শহরের নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। শহরের জল যাতে কোথাও আটকে না থাকে তার জন্য পুরসভার ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা করা হবে। বিভিন্ন এলাকায় অনেক বাড়ি রাস্তা দখল করে রেখেছে। সেই বিষয়টিও তাঁর নজরে এসেছে। এনিয়ে পুরসভা থেকে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments