top of page

বর্ষার আগে শহরের নিকাশি ব্যবস্থার হাল ফেরাতে উদ্যোগী পুরসভা

কলকাতা থেকে আগত ইঞ্জিনিয়ারদের নিয়ে মালদা শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি। ইঞ্জিনিয়ারদের রিপোর্টের ভিত্তিতে দ্রুত নিকাশি ব্যবস্থার কাজ শুরু হবে বলে জানান তিনি।


উল্লেখ্য, গত বছর বর্ষার সময় মালদা শহরের কৃষ্ণপল্লি, মালঞ্চপল্লি, দুই নম্বর গভর্নমেন্ট কলোনি সহ বিভিন্ন এলাকা বেশ কয়েকদিন ধরে জলের তলায় ছিল। শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পুর এলাকার বাসিন্দারা। ফের ইংরেজবাজার পুরসভার দায়িত্ব পাওয়ার পর নিকাশি ব্যবস্থা নিয়ে তৎপর হন কৃষ্ণেন্দুবাবু। আজ সকালে মুখ্যমন্ত্রীর নির্দেশে কয়েকজন ইঞ্জিনিয়ার মালদায় এসে পৌঁছান। তাঁদের নিয়ে শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন কৃষ্ণেন্দুবাবু।


তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা থেকে ইঞ্জিনিয়াররা মালদায় এসেছেন। আজ তাঁরা বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন। তাঁদের রিপোর্টের ভিত্তিতে দ্রুত নিকাশি ব্যবস্থার কাজ শুরু হবে।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Komentáře


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page