top of page

ধোঁয়ায় ভর্তি কুলিক এক্সপ্রেস, আগুন আতঙ্কে যাত্রীরা

ডাউন কুলিক এক্সপ্রেসে আগুন আতঙ্ক। ঘটনাকে কেন্দ্র করে প্রায় ৪০ মিনিট খালতিপুর ও চামাগ্রাম স্টেশনের মাঝখানে দাঁড়িয়ে থাকে ট্রেনটি। পরে সমস্ত কিছু ঠিক করে সোয়া দশটা নাগাদ পুনরায় ট্রেন গন্তব্যের দিকে এগোতে থাকে।


সকাল সাড়ে নটা নাগাদ খালতিপুর স্টেশন অতিক্রম করে ডাউন কুলিক এক্সপ্রেস চামাগ্রাম স্টেশনে পৌঁছনোর আগেই হঠাৎ ট্রেনের জেনারেল কামরা থেকে গতগত করে ধোঁয়া নির্গত হতে শুরু করে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সেখানেই দাঁড়িয়ে পড়ে ট্রেন যাত্রীরা প্রাণ ভয়ে ট্রেন থেকে নামতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রেল দপ্তরের নির্দিষ্ট বিভাগ। সমস্ত কিছু ঠিক করে প্রায় সোয়া দশটা নাগাদ ফের ট্রেন চলতে শুরু করে।



রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ব্রেক বাইন্ডিংয়ের কারণে ট্রেনের জেনারেল কামরা থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছিল। অতিরিক্ত গরম হওয়ার ফলে এই ঘটনা ঘটে। এতে এটা আতঙ্কের বিষয় নয়। সমস্ত কিছু ঠিক করে ট্রেনটিকে পুনরায় গন্তব্যস্থলের দিকে রওয়ানা করা হয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Komentar


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page