top of page

ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু, আর্থিক অভাবে ফিরল না শ্রমিকের দেহ

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল আরও এক পরিযায়ী শ্রমিকের। এমনকি আর্থিক অভাবের কারণে দেহ বাড়িতে ফিরিয়ে না এনে সেখানেই শেষকৃত্য করা হয়েছে। এমনই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসিহাটা গ্রাম পঞ্চায়েত এলাকায়।


তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের সরকার পাড়ার বাসিন্দা ছিলেন রমজান আলি (৩৫)৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ছয় মাস আগে এলাকার কিছু শ্রমিকের সঙ্গে পঞ্জাবে কাজ করতে গিয়েছিলেন রমজান। সেখানে ঠিকাদারের অধীনে পুরোনো প্লাস্টিক সংগ্রহের কাজ করতেন তিনি। গত মঙ্গলবার ফ্লাইওভার দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করেন। চিকিৎসা শুরু হওয়ায় কিছু সময়ের মধ্যেই মৃত্যু হয় তাঁর।


এদিকে ঘটনার খবর পাওয়ার পরই পরিবারের কিছু লোকজন সেখানে ছুটে যান। তবে আর্থিক অভাবে রমজানের দেহ বাড়িতে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এমনকি গ্রামের লোকজনও অত টাকা জোগাড় করতে পারেননি। আজ ওই পরিবারের সঙ্গে দেখা করতে রমজানের বাড়ি যান স্থানীয় জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুন৷



তিনি জানান, মাস ছয়েক আগে রমজান পঞ্জাবে কাজ করতে গিয়েছিল৷ গত পরশু ওই রাজ্যের কারান্দি এলাকায় সে কাজ করছিল৷ হঠাৎ একটি লরি তাঁকে ধাক্কা মারে৷ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রমজানের। অর্থের অভাবে রমজানের মৃতদেহ গ্রামে ফিরিয়ে আনা যায়নি৷ রমজানের পরিবার এখন সেখানে রয়েছে৷ তাদের উপস্থিতিতেই রমজানকে কবরস্থ করা হয়েছে৷ এই পরিবারটিকে সমস্তরকম সহযোগিতা করা হবে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page