top of page

জমির রেকর্ড বদলে দেওয়ার অভিযোগ আধিকারিকের বিরুদ্ধে

জমির রেকর্ড বদলে দেওয়ার অভিযোগ পুরাতন মালদার ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করল মালদা থানার পুলিশ। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত আধিকারিক। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে পুরাতন মালদায়।


উল্লেখ্য, গত ২২ নভেম্বর মালদা থানায় পুরাতন মালদার বিএল অ্যান্ড এলআরও’র বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পুরাতন মালদার বাসিন্দা ফারুক হোসেন৷ পুলিশি অভিযোগে তিনি জানান, তাঁর পিসি দিলরুবা খাতুনের নামে প্রায় ৫ একর জমি রয়েছে৷ ওই জমির বর্তমান বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা৷ পিসির কোনও ছেলেমেয়ে নেই৷ তাঁর অবর্তমানে তিনি ওই জমির একজন দাবিদার৷ কিন্তু বিএল অ্যান্ড এলআরও ও তাঁর অনুগামী অফিসাররা সেই জমি তৃতীয় পক্ষের নামে অবৈধভাবে রেকর্ড করিয়ে দিয়েছেন৷


ফারুক সাহেব জানান, ২০২২ সালে পিসি মারা যান৷ তাঁর ছেলেমেয়ে নেই। তাঁর সম্পত্তির ওয়ারিশ আমরাই৷ অথচ বিএল অ্যান্ড এলআরও টাকার বিনিময়ে ওই জমি অন্যের নামে রেকর্ড করে দিয়েছেন৷ ২২ নভেম্বর এই ঘটনার হিয়ারিংয়ের দিন ছিল। অথচ তার আগেই বিএল অ্যান্ড এলআরও জমি অন্যের নামে রেকর্ড করে দেন। ঘুষের বিনিময়ে এই কাজ করছেন৷ সমস্ত ঘটনা জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছি।



বিএল অ্যান্ড এলআরও বিপ্লবকুমার মণ্ডল জানান, জমির রেকর্ড কিংবা মিউটেশনের কাজ মূলত দপ্তরের রেভিনিউ অফিসাররা দেখেন। এই অভিযোগের ভিত্তিতে, সমস্ত নথি খতিয়ে দেখেছি। দিলরুবা খাতুন মৃত্যুর আগে বোনের ছেলেদের নামে পার্টিশন শ্যুট করে গিয়েছেন৷ আদালত তাতে স্বীকৃতিও দিয়েছে৷ যাদের নামে জমির পার্টিশন রয়েছে, তাঁরাই জমি দখলে রেখেছেন৷ তবে রেকর্ডের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে যে কেউ আইনের পথে যেতেই পারেন৷ কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা পুরোপুরি ভিত্তিহীন৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page