top of page

মানিকচকে চালু হল ন্যায্য মূল্যের ওষুধের দোকান

মঙ্গলবার দুপুরে মানিকচক গ্রামীণ হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকানের শুভ উদ্বোধন হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ শৈবাল মুখার্জি, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মণ্ডল, মানিকচক থানার আইসি অক্ষয় পাল, মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ হেম নারায়ণ ঝাঁ, মানিকচক গ্রামীণ হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ মণ্ডল, মানিকচক পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আবদুল খালেক সহ অন্যান্যরা।



শৈবালবাবু জানান, ২৪ ঘণ্টা এই ওষুধের দোকান খোলা থাকবে। গ্রাহকরা এই দোকান থেকে যেকোনো ধরনের ওষুধের বিক্রয়মূল্যের ওপর ভালো ছাড় পাবে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments

Couldn’t Load Comments
It looks like there was a technical problem. Try reconnecting or refreshing the page.

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page