Search
টোল ট্যাক্সের প্রতিবাদে প্রতীকী অবরোধে বাম সংগঠন
- আমাদের মালদা ডিজিট্যাল
- Mar 31, 2023
- 1 min read
বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ১০ মিনিটের জন্য প্রতীকী অবরোধ করল অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের নেতাকর্মীরা। শুক্রবার দুপুর বারোটা নাগাদ রথবাড়ি মোড়ে অবরোধ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সম্পাদক কৌশিক মিশ্র, সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বিশ্বনাথ ঘোষ, সিটু নেতা নুরুল ইসলাম সহ অন্যান্যরা।

কৌশিক মিশ্র জানান,
কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যেভাবে নতুন করে বিভিন্ন সংস্থার হাতে টোল ট্যাক্স তোলার দায়ভার দিয়েছে তাতে পরিবহন ব্যবস্থা মার খাবে। এতদিন কেন্দ্র সরকারের পক্ষ থেকে বিভিন্ন এলাকার জাতীয় সড়কে টোল ট্যাক্স আদায় করা হচ্ছিল। আগামী ১ এপ্রিল থেকে সেই ট্যাক্সের পরিমাণ আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারও বিভিন্ন এলাকার রাজ্য সড়কগুলিকে বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়ে টোল ট্যাক্স আদায় করতে চাইছে। এর প্রতিবাদে আজ তাঁদের আন্দোলন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments