top of page

আইনি সচেতনতা শিবির আইহোতে

হবিবপুর ব্লকের আইহো বকশিনগর বারুইপাড়ায় আইনি পরিষেবা শিবির অনুষ্ঠিত হল শনিবার। স্থানীয় বাসিন্দা পবিত্র মণ্ডলের ব্যক্তিগত উদ্যোগে, মানুষের সুবিধার্থে আইন পরামর্শ শিবিরের আয়োজন করা হয়েছিল।



এই আইনি পরিষেবা শিবিরে মালদা জেলার বিশিষ্ট আইনজীবী রাজু ভাস্কর, বাবু কর্মকার এবং বিশিষ্ট ব্যক্তি ঝুলন শংকর দত্ত, আইহো গ্রামপঞ্চায়েতের উপপ্রধান বাসনা মণ্ডল সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের কাছে আইনজীবীরা নানা সমস্যার সমাধান তুলে ধরেন।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page