top of page

অর্থাভাব কাটাতে রেলের জমিতে সবজি চাষ, বাধা দুষ্কৃতীদের

  • Apr 21, 2020
  • 1 min read

Updated: Sep 14, 2020

লকডাউনে আর্থিক সংকট মেটাতে রেলের জমিতে চাষাবাদ শুরু করেছিলেন এক পরিবার। সেই জমিতে চাষাবাদে বাধা দিয়ে মারধরের অভিযোগ উঠল স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় দুজন মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। আজ সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানায় ২২ নম্বর ওয়ার্ডের শিববাড়ি কলোনি এলাকায়। আক্রান্তদের পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।



আহত বৃদ্ধার নাম কালঙ্গীনি মণ্ডল (৬৫)। এই ঘটনায় আহত হয়েছেন তার ছেলে তরুণ মণ্ডল (৩৫)। তরুণ রাজমিস্ত্রির কাজ করেন। লকডাউনে হাতে কাজ না থাকায় বাড়ির সামনে রেলের জমিতে সবজি চাষ শুরু করেছিলেন তরুণ ও তার পরিবার। অভিযোগ, চাষাবাদের কাজে বাধা দেয় স্থানীয় কিছু দুষ্কৃতী। প্রতিবাদ করাতেই এদিন সকালে লোহার রড, লাঠি, হাঁসুয়া নিয়ে তরুণ ও তার পরিবারের ওপর হামলা চালায়। তরুণকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর মা কালঙ্গীনিদেবীও। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভরতি করেন। ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, ঘটনার পরিপ্রেক্ষিতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।




মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page