top of page

স্কুল নির্মাণের টাকা ফেরত পাঠানো রুখতে সরব এলাকাবাসী

ফেরত পাঠানো হচ্ছে স্কুল নির্মাণের টাকা। এমন খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ হয়ে হরিশ্চন্দ্রপুর দক্ষিণ চক্রের বিদ্যালয় পরিদর্শকের দফতর ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের। গ্রামবাসীদের সঙ্গে আলোচনায় বসেন বিদ্যালয় পরিদর্শক এবং অন্যান্য আধিকারিকরা। গ্রামবাসীদের আশ্বস্ত করা হয় ওই এলাকায় অবিলম্বে বিদ্যালয়ের কাজ শুরু করা হবে। এরপরই বিক্ষুব্ধ গ্রামবাসী ঘেরাও তুলে নেয়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের সুলতাননগর গ্রামপঞ্চায়েতের রাধিকাপুর ডোহরা এলাকায় একটি জুনিয়র হাইস্কুল নির্মাণের জন্য ৩৫ লক্ষ টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। কিন্তু সম্প্রতি একটি নির্দেশিকায় ওই টাকা ফেরত চাওয়া হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তাঁদের দাবি, এই টাকা কিছুতেই ফেরত দেওয়া চলবে না। ওই এলাকায় স্কুল নির্মাণ করতে হবে। এই দাবি নিয়ে তাঁরা হরিশ্চন্দ্রপুর দক্ষিণ চক্রের বিদ্যালয় পরিদর্শকের দফতর ঘেরাও করেন।



হরিশ্চন্দ্রপুর দক্ষিণ চক্রের বিদ্যালয় পরিদর্শক তারক মণ্ডল বলেন, তিনি গ্রামবাসীদের দাবিদাওয়া শুনেছেন। এই বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page