top of page

বেহাল রাস্তায় ধানের চারা রোপণ, জ্বলল টায়ার

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে গ্রামের মূল রাস্তা। একাধিকবার সংস্কারের আবেদনেও কোনও ফল মেলেনি। বাধ্য হয়ে রাস্তায় ধানের চারা রোপণ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে, চাঁচল-১ নম্বর ব্লকের মহানন্দপুর গ্রামপঞ্চায়েতের দক্ষিণপাকা গ্রামে।



বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রতিবছর বর্ষার সময় এক হাঁটু জল-কাদায় ভরে থাকে রাস্তা। যান চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলার অযোগ্য হয়ে পড়েছে ওই রাস্তাটি। বর্ষার সময় রোগীদের হাসপাতালে নিয়ে যেতে চরম সমস্যায় পড়তে হয়। রাস্তা সংস্কারের জন্য বহুবার পঞ্চায়েত প্রশাসনকে লিখিত ও মৌখিকভাবে আবেদন জানানোর পরেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। বাধ্য হয়ে স্থানীয়রা রাস্তায় ধানের চারা রোপণ করে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। ঘণ্টা দুয়েক অবরোধের পরে পুলিশের আবেদনে অবরোধ তুলে নেন স্থানীয়রা।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page