হঠাৎ প্রকল্পের জায়গা পরিবর্তনের অভিযোগ, দুর্নীতির গন্ধ পাচ্ছেন স্থানীয়রা
জল জীবন মিশন প্রকল্পেও দুর্নীতির গন্ধ। নির্দিষ্ট স্থানে প্রকল্পের কাজের বদলে অন্য জায়গায় প্রকল্প নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ গাজোলে। বিষয়টি নিয়ে বিডিওর দ্বারস্থ হয়েছেন স্থানীয় গ্রামবাসীরা। বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিডিও-র।
গাজোলের চাকনগর গ্রামপঞ্চায়েতের ডোবা খোকসান গ্রামের জন্য একটি প্রকল্প বরাদ্দ হয়। প্রকল্পের নম্বর এমএস- ১৩৭২১। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই গ্রামের জন্য এই প্রকল্প নেওয়া হলেও কেউ বা কারা প্রকল্পটি সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিষয়টি জানাজানি হতেই প্রতিবাদে নামেন স্থানীয় লোকজন।
গাজোল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান,
গ্রামের মানুষের কথা চিন্তা করে কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পে গ্রামের মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু এই তৃণমূল সরকারের আমলা বা আধিকারিকরা এই প্রকল্প সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এনিয়ে আমরা তদন্ত দাবি করছি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários