Search
ভোটের গণনার আগে রাজনৈতিক দলগুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক
- আমাদের মালদা ডিজিট্যাল
- May 10, 2019
- 1 min read
Updated: Sep 17, 2020
তৃতীয় দফায় গত ২৩ এপ্রিল মালদা জেলার দুটি লোকসভা আসন উত্তর মালদা ও দক্ষিণ মালদায় ভোটগ্রহণ হয়। আগামী ১৯ মে আবার হবিবপুর বিধানসভার উপনির্বাচন। এই ভোটের গণনা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় গেল শুক্রবার। মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজন করা হয়েছিল এই বৈঠকের। এই বৈঠকে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে তুলে ধরা হয় গণনার যাবতীয় প্রস্তুতি। সেখানে জানান হয় কোন দল কত জন কাউন্টিং এজেন্ট নিয়োগ করতে পারবে। সাথে এই বৈঠকে তাঁদের ফর্ম ফিলাপ সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
দক্ষিণ মালদা কেন্দ্রের গণনা কেন্দ্র মালদা পলিটেকনিক কলেজে এবং উত্তর মালদা কেন্দ্রের গণনা কেন্দ্র মালদা কলেজে
এই বিষয়ে জেলাশাসক কৌশিক ভট্টাচার্য জানান, আগামী ২৩ মে মালদা জেলার দুটি লোকসভা আসন এবং একটি বিধানসভা উপনির্বাচনের গণনা। দক্ষিণ মালদা কেন্দ্রের গণনা কেন্দ্র মালদা পলিটেকনিক কলেজে এবং উত্তর মালদা কেন্দ্রের গণনা কেন্দ্র মালদা কলেজে।
Comments