top of page

শুরু হল ভোটের মনোনয়ন পর্ব, মনোনয়ন দাখিল এসইউসিআই-এর

আজ থেকে শুরু হচ্ছে মালদার দুই কেন্দ্রের মনোনয়ন পর্ব৷ আজ সকাল থেকেই মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনিকভবন চত্বরে জারি রয়েছে ১৪৪ ধারা।


উত্তর মালদার হয়ে সুভাষ সরকার এবং দক্ষিণ মালদার হয়ে অংশুধর মণ্ডল নমিনেশন পত্র দাখিল করেন

আজ এসইউসিআই-এর পক্ষ থেকে উত্তর এবং দক্ষিণ মালদার লোকসভা কেন্দ্রের হয়ে দুই জন প্রার্থী নমিনেশন পত্র দাখিল করেন। উত্তর মালদার হয়ে সুভাষ সরকার এবং দক্ষিণ মালদার হয়ে অংশুধর মণ্ডল নমিনেশন পত্র দাখিল করেন। উত্তর মালদার প্রার্থী সুভাষ সরকার জানান, এসইউসিআই একটি আন্দোলনের দল। পাশ ফেল প্রথা পুনরায় চালু নিয়ে সারা দেশজুড়ে তাঁদের আন্দোলন চলছে। পশ্চিমবঙ্গে যেভাবে গ্রামে গ্রামে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তাঁরা। প্রচারে মানুষের ভালো সাড়া পাচ্ছেন তাঁরা।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

ความคิดเห็น


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page