মাদক খাইয়ে লুঠ, যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন
মাদক মেশানো খাবার খাইয়ে যাত্রীর সর্বস্ব লুঠের অভিযোগ। খবর পেয়ে ট্রেনের কামরা থেকে অচৈতন্য অবস্থায় ওই যাত্রীকে উদ্ধার করে জিআরপি। বর্তমানে ওই যাত্রী মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। গতকাল সন্ধেয় ঘটনাটি ঘটেছে ডাউন কাটিয়ার-হাওড়াগামী এক্সপ্রেস ট্রেনে।
জিআরপি সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ট্রেনটি মালদা টাউন স্টেশনে পৌঁছতেই যাত্রীরা জিআরপি ও আরপিএফকে খবর দেয়। খবর পেয়ে ওই কামরায় ছুটে যায় রেল পুলিশের আধিকারিকরা। অচৈতন্য অবস্থায় ওই যাত্রীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভরতি করা হয়। যাত্রীর কাছ থেকে পাওয়া পরিচয়পত্র থেকে নাম ঠিকানা জানা যায় ওই যাত্রীর। খবর দেওয়া হয় মোথাবাড়ির ওই যাত্রী দ্বিজেন মণ্ডলের পরিবারের লোকদের। রেল পুলিশের প্রাথমিকভাবে অনুমান, মাদক মেশানো খাবার খাইয়ে ওই যাত্রীর টাকা, মোবাইল লুঠ করা হয়েছে। এই ঘটনায় ফের একবার যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
[ আরও খবরঃ পুলিশের নামে ভুয়ো অ্যাকাউন্ট, তোলাবাজির অভিযোগ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments