top of page

ছুরি মেরে সর্বস্ব লুট মালদা টাউন স্টেশনে!

ছুরি মেরে শ্রমিকের সর্বস্ব লুট মালদা টাউন স্টেশনে। আক্রান্ত শ্রমিক বর্তমানে বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, আজ ভোরে গৌহাটি-সিকান্দ্রাবাদ এক্সপ্রেস ট্রেন মালদা টাউন স্টেশনে আসার পর এক শ্রমিক ছবি চৌবে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে থেকে খানিক দূরে খোলা জায়গায় প্রস্রাব করতে যান। সেই সময় কয়েকজন দুষ্কৃতী ছুরি মেরে তাঁর সর্বস্ব লুট করে পালায়।


ছবি চৌবে জানান, ট্রেন থেকে নেমে তিনি প্রস্রাব করতে প্ল্যাটফর্ম থেকে খানিক দূরে গিয়েছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁকে সমস্ত কিছু দিতে বলে। এরপরেই ওরা ছুরি দিয়ে পেটে ও হাতে আঘাত করে নগদ ২০ হাজার টাকা ও কিছু নথিপত্র নিয়ে নেয়। তিনি কোনোরকমে স্টেশনের পেছন দিক দিয়ে পালিয়ে যান।


Malda Town Station
মালদা টাউন স্টেশন



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page