top of page

গঙ্গার জল কিছুটা স্থিতিশীল, মহানন্দা সর্বোচ্চ বিপদসীমা অতিক্রম করেছে

দক্ষিণ দিনাজপুরের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পর বৃহস্পতিবার মালদার বানভাসি এলাকা পরিদর্শন করলেন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। রেড লেভেল অতিক্রম করা মহানন্দায় স্পিডবোটে চেপে মালদা শহরের ভেসে যাওয়া এলাকা পরিদর্শন করেন তিনি।


উত্তর ও দক্ষিণ দিনাজপুরের পর মালদাতেও বন্যা শুরু হয়েছে৷ ফুলহরের জলে ভেসে গিয়েছে উত্তর মালদার বিস্তীর্ণ এলাকা৷ গতকাল বিকেলে বাংরুয়া ব্রিজ ভেঙে যাওয়ায় হরিশ্চন্দ্রপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে৷ তবে গতকাল পর্যন্ত ফুলহরের জল কমতে থাকলেও এদিন থেকে নদীর জল কমা বন্ধ হয়ে গিয়েছে৷ দুপুর ১২টায় ২৭.৯১ মিটার উচ্চতায় স্থিতিশীল রয়েছে ফুলহর৷ যা বিপদসীমা থেকে ৪৮ সেন্টিমিটার বেশি৷ হরিশ্চন্দ্রপুর থেকে জল নেমে আসায় প্লাবিত হয়েছে চাঁচল ২ ব্লকের বিস্তীর্ণ এলাকা৷ এদিকে মহানন্দার জলস্তর বৃদ্ধি অব্যাহত৷ এদিন ভোরে চাঁচল ২ ব্লকের চন্দ্রপড়া গ্রাম পঞ্চায়েতের মাগুরায় মহানন্দার বাঁধ ভেঙে গিয়েছে৷ নদীর জল ঢুকে পড়েছে ওই ব্লকের মালতীপুর ও জালালপুর গ্রাম পঞ্চায়েত, রতুয়া ২ ব্লকের শ্রীপুর ১ গ্রাম পঞ্চায়েত, রতুয়া ১ ব্লকের চাঁদমণি ১ ও ২ এবং সামসী গ্রাম পঞ্চায়েতের ৪০টিরও বেশি গ্রামে৷ এদিন বেলা ১২টায় মহানন্দা বইছে ২২.২১ মিটার উচ্চতায়৷ যা সর্বোচ্চ বিপদসীমা ২১.৭৫ মিটার থেকে ৪৬ সেন্টিমিটার বেশি৷ সৌভাগ্যের কথা, গতকাল রাত পর্যন্ত প্রতি মুহূর্তে গঙ্গার জল বাড়তে থাকলেও এদিন থেকে তা স্থিতিশীল হয়েছে৷ এদিন ১২টায় গঙ্গার জলস্তর রয়েছে ২৪.৪৮ মিটার উচ্চতায়৷ এই মুহূর্তে গঙ্গা তার বিপদসীমা ২৪.৬৯ মিটার থেকে ১১ সেন্টিমিটার নীচে রয়েছে৷


মহানন্দা সর্বোচ্চ বিপদসীমা অতিক্রম করেছে

এদিন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, পৃথিবীতে কোথাও বন্যা নিয়ন্ত্রণ করা যায় না৷ কারণ, বন্যা হল প্রাকৃতিক দুর্যোগ৷ তবে বন্যার ব্যবস্থাপনা করা যায়৷ সেই ব্যবস্থাপনার জন্য যা করা প্রয়োজন, আমরা সর্বশক্তি দিয়ে তা করছি৷ মালদার ভৌগলিক অবস্থান তাঁদের কিছুটা চাপে রেখেছে৷ এই মুহূর্তে উত্তরবঙ্গ, নেপাল ও বিহার থেকে নেমে আসা জল এই জেলার নদীগুলিতে পড়ছে৷ ফলে জেলার নদীগুলিতে জল বাড়ছে৷ আগামী কয়েকদিন জল বাড়তে থাকবে বলে মনে করছেন তাঁরা৷ তবে তাঁরা সব ধরনের পরিস্থিতির জন্য তৈরি রয়েছেন৷ বন্যা নিয়ে এদিন তিনি জেলা প্রশাসনের সঙ্গে একটি বৈঠকও করেছেন৷ বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ভালো কাজ করছে৷ তাঁরা বিভিন্ন জেলা থেকে অনেক স্পিডবোট মালদায় নিয়ে এসেছেন৷ এসেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা ফোর্সের জওয়ানরাও৷ সেইসব বোটে দুর্গত মানুষদের উদ্ধারের পাশাপাশি ত্রাণ বিলিরও ব্যবস্থা করা হয়েছে৷


মালদার বানভাসি এলাকা পরিদর্শন করলেন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়

মন্ত্রী এদিন স্পিডবোটে মালদা শহরের মহানন্দায় ভেসে বেড়ান৷ কথা বলেন দুর্গত মানুষদের সঙ্গে৷ জেলাশাসক সহ প্রশাসনিক কর্তারা সহ তাঁর সঙ্গে ছিলেন জেলা তৃণমূল সভাপতি মোয়াজ্জেম হোসেনও৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page