top of page

অবশেষে গ্রেপ্তার রোহন, মাথা নিয়ে ফের শহর জুড়ে ফিসফাস

অবশেষে গ্রেপ্তার বাবলা সরকার খুন কাণ্ডে অন্যতম অভিযুক্ত কৃষ্ণ রজক ওরফে রোহন। ধৃতকে আজ মালদা জেলা আদালতের মাধ্যমে সাতদিনের পুলিশি হেপাজতে নিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ। এদিকে, রোহনের গ্রেপ্তারির পর এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আরও পাণ্ডাদের নাম উঠে আসার সম্ভাবনা দেখছেন বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকার।



উল্লেখ্য, উল্লেখ্য, গত ২ জানুয়ারি জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার ওরফে বাবলাকে নৃশংসভাবে খুন করা হয়। এই ঘটনায় মূলচক্রী হিসেবে গ্রেপ্তার করা হয় ইংরেজবাজার টাউন তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি ও স্বপন শর্মাকে। নৃশংস এই খুন কাণ্ডে মোট ৮ জনকে গ্রেপ্তার করা হলেও ফেরার ছিল অন্যতম দুই অভিযুক্ত কৃষ্ণ রজক ওরফে রোহন ও বাবলু যাদব। তাদের খোঁজ পেতে জেলা পুলিশের তরফে ২ লক্ষ টাকা করে পুরষ্কার ঘোষণা করেছিল মালদা জেলা পুলিশ। অবশেষে গতকাল কাটিহারের আজমগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রোহনকে। এখনও বাবলু যাদবের খোঁজে পুলিশি তল্লাশি জারি রয়েছে।


নিহত দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার জানান, “দুলালবাবুকে খুনের ঘটনায় রোহনকে গ্রেপ্তার করা হয়েছে। এই রোহনই মূল শ্যুটার ছিল বলেই আমরা জানতে পেরেছি। রোহনের থেকে আরও অনেক তথ্য বেরিয়ে আসবে। কারা এখনও অন্তরালে রয়েছে, সেগুলোও জানা যাবে।”


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page