top of page

১৩ এপ্রিল পর্যন্ত বাতিল মালদার ১৫ জোড়া ট্রেন

আজ থেকে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বাতিল মালদা ডিভিশনের ১৫ জোড়া মেল ও এক্সপ্রেস ট্রেন। নিউ ফরাক্কা জংশন থেকে ধুলিয়ান গঙ্গা স্টেশন পর্যন্ত ১৩.৭৬ কিলোমিটার এলাকা ডবল লাইন বসানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পূর্ব রেলের মালদা ডিভিশনের তরফে জানানো হয়েছে।


পুরোপুরি বাতিল ট্রেনের তালিকা-

  • শিয়ালদহ-সহর্ষ-শিয়ালদহ হাটেবাজারে এক্সপ্রেস

  • শিয়ালদহ-বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস

  • শিয়ালদহ-আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

  • শিয়ালদহ-শিলচর-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

  • হাওড়া-বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস

  • কলকাতা-হলদিবাড়ি-কলকাতা এক্সপ্রেস

  • হাওড়া-রাধিকাপুর-হাওড়া এক্সপ্রেস

  • মালদা-নবদ্বীপ ধাম-মালদা ইন্টারসিটি এক্সপ্রেস

  • হাওড়া-কাটিহার-হাওড়া এক্সপ্রেস

  • কলকাতা-রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস

  • কলকাতা-বালুরঘাট-কলকাতা এক্সপ্রেস

  • কলকাতা-শিলঘাট-কলকাতা এক্সপ্রেস

  • কলকাতা-যোগবানী-কলকাতা এক্সপ্রেস

  • কাটিহার-হাওড়া-কাটিহার এক্সপ্রেস

  • আজিমগঞ্জ-ভাগলপুর-আজিমগঞ্জ প্যাসেঞ্জার

  • সাহেবগঞ্জ-ভাগলপুর-সাহেবগঞ্জ প্যাসেঞ্জার

  • আজিমগঞ্জ-বারহাওড়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার

  • সাহেবগঞ্জ-আজিমগঞ্জ প্যাসেঞ্জার


ডবল লাইন বসানোর জন্য নির্দিষ্ট রুটের বদলে কাটিহার-বারাউনি রুট দিয়ে যাওয়া ট্রেনের তালিকা-

  • দিল্লি-কামাখ্যা-দিল্লি ব্রহ্মপুত্র মেল

  • নিউ দিল্লি-মালদা-নিউ দিল্লি এক্সপ্রেস

  • কামাখ্যা-গয়া-কামাখ্যা এক্সপ্রেস

  • গুয়াহাটি-লোকমান্য তিলক এক্সপ্রেস


ডবল লাইন বসানোর জন্য নির্দিষ্ট রুটের বদলে বর্ধমান-রামপুরহাট-গুমানি রুট দিয়ে যাওয়া ট্রেনের তালিকা-


  • শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা তিস্তা তোর্সা এক্সপ্রেস

  • হাওড়া-মালদা-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস

  • কলকাতা-গুয়াহাটি স্পেশাল

  • হাওড়া-ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস

  • পুরী-কামাখ্যা এক্সপ্রেস


হাওড়া-মালদা-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস এই দিনগুলিতে মালদার পরিবর্তে রামপুরহাট থেকে হাওড়া স্টেশনের মধ্যে চলাচল করবে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Bình luận


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page