বল ভেবে বোমা তুলেছিল পড়ুয়া, বিস্ফোরণে আহত দুই খুদে
বল ভেবে বোমা বাড়ি নিয়ে এসেছিল দুই খুদে। সেই বোমার সঙ্গে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত দুই পড়ুয়া। ঘটনাটি ঘটেছে মানিকচকের বালুটোলা এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মানিকচক থানার পুলিশ।
বিস্ফোরণে আহত দুই খুদের নাম আশরাফুল ইসলাম ও আবদুল মনিন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে ওই কিশোর ও শিশু বালুটোলা এলাকার একটি মাঠে খেলছিল। সেই সময় তারা বল ভেবে একটি বোমা বাড়ি নিয়ে যায়। বাড়ির পাশে তা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ ঘটে তাতেই আহত হয় দুজনে। এদিকে, ঘটনার খবর পেয়ে ওই গ্রামে ছুটে যায় মানিকচক থানার পুলিশ। ওই এলাকায় আরও বোমা মজুত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এনিয়ে এখনও পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
[ আরও খবরঃ মালদা শহরে ভুয়ো ডাক্তারের চেম্বার, পুলিশের হানা ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Komentar