top of page

বিদেশে আম-মধু রফতানিতে উদ্যোগ কৃষিবিজ্ঞান কেন্দ্রের

মালদার আম ও মধু বিদেশে পাঠাতে বিশেষ উদ্যোগ নিল মালদা কৃষিবিজ্ঞান কেন্দ্র। বিদেশে আম ও মধু বাজারজাত করতে শনিবার জেলার আম ও মধু চাষিদের নিয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন উদ্যানপালন দফতরের জেলা আধিকারিক সামন্ত লায়েক, কৃষিবিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ডাক্তার শৈলেশ কুমার (মৎস্য বিজ্ঞানী), ডাক্তার অন্তরা দাস (উদ্যানপালন বিজ্ঞানী), সুপ্রভা মালি (এপি ইডিএ আধিকারিক), মালদা জেলা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ রাজ্যের এক্সপোর্ট সংগঠনের কর্তারা।


উল্লেখ্য, এবছর জেলা কৃষি বিজ্ঞান ও এক্সপোর্ট ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে বিদেশে আমের রফতানি করা হয়েছে। তবে এখনও মালদার আমের গুণগতমাণ বৃদ্ধির প্রয়োজন রয়েছে। পাশাপাশি মালদা জেলার মধুর চাহিদা বিদেশে থাকলেও বেশ কিছুদিন ধরে মধু রফতানি বন্ধ রয়েছে। পুনরায় মধু রফতানি করতে উদ্যোগ নিচ্ছে জেলা কৃষি বিজ্ঞান ও এক্সপোর্ট ব্যবসায়ীরা। এই উদ্যোগ সফল করতে মালদা জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্র উদ্যোগে জেলার মধু চাষিদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page