Search
কালবৈশাখীর বলি ১০ বছরের বালক
- আমাদের মালদা ডিজিট্যাল
- May 21, 2022
- 1 min read
কালবৈশাখীর ঝড়ে গাছ পড়ে মৃত্যু হল এক বালকের। মৃতের নাম সুব্রত মণ্ডল (১০)। বাড়ি বামনগোলা ব্লকের মুদিপুকুর এলাকায়। ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে হঠাৎ কালবৈশাখীর ঝড় শুরু হয়। ঝড়ে একটি গাছ ভেঙে পড়ে সুব্রতর বাড়ির ওপর। চাপা পড়ে মৃত্যু হয় সুব্রত। আহত হন তাঁর বাবাও। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সুব্রতকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত পরশু রাতে কালবৈশাখীর ঝড়ে গাছ পড়ে মৃত্যু হয়েছিল পুরাতন মালদার এক বৃদ্ধার। চলতি মরশুমে কালবৈশাখীর দ্বিতীয় বলি ১০ বছরের সুব্রত।
[ আরও খবরঃ মেডিকেলে রোগীর আত্মীয়ের শ্লীলতাহানি, আটক এক ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments