জমি বিবাদের জেরে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি
জমি বিবাদের জেরে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচেছেন ওই ব্যবসায়ী। বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের রশিলাদহ কলোনিতে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছ মালদা থানার পুলিশ।
আক্রান্ত ব্যবসায়ীর নাম সুমন সাহা (৪২)৷ রশিলাদহ কলোনি এলাকায় মুদির দোকান রয়েছে তাঁর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাড়ে তিন বিঘার একটি জায়গা নিয়ে বেশ কিছুদিন ধরেই স্থানীয় কিছু মাফিয়ার সঙ্গে এলাকাবাসীর বিরোধ চলছে৷ ওই জায়গায় প্রায় ৩০টি পরিবারের বসবাস। গত বছর কালীপুজোর সময় থেকে ওই জমিতে বসবাসকারীদের উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে দুষ্কৃতীরা। গত ২৩ ফেব্রুয়ারি সশস্ত্র অবস্থায় জায়গা খালি না করলে খুন করার হুমকি দেয় দুষ্কৃতীরা। এরপরেই কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে মালদা থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু তারপরেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি। গতকাল রাতে দুষ্কৃতীরা সুমনবাবুর বাড়িতে ঢুকে গুলি চালায়। জঙ্ঘা ঘেঁষে গুলি চলে যাওয়ায় প্রাণে বাঁচেন তিনি। গুলির শব্দে ও চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সুমনবাবুর ছেলে বিট্টু সাহা জানান, আমাদের পাড়ার লোকজনের মধ্যে বাবা খানিকটা জমি জায়গা সম্পর্কে জানেন। এর আগেও জায়গা নিয়ে ঝামেলা হয়েছিল৷ সেই সময় বাবা দুষ্কৃতীদের হামলার প্রতিবাদ করে৷ সেই কারণে ওরা বাবাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে যায়৷ গতকাল রাতে চার দুষ্কৃতী বাড়িতে ঢুকে বাবাকে লক্ষ্য করে গুলি চালায়৷ পা ছুঁয়ে গুলি বেরিয়ে যাওয়ায় বাবা প্রাণে বেঁচেছেন৷ যে জায়গা নিয়ে ঝামেলা, সেই জায়গার কাগজপত্র আমাদের কাছেই আছে৷ দুষ্কৃতীরা অসৎ কোনও উদ্দেশ্যে জোরপূর্বক জায়গার দখল নিতে চায়।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments