Search
গ্রেফতার চিদাম্বরম, রাস্তায় কংগ্রেস নেতৃত্ব
- আমাদের মালদা ডিজিট্যাল
- Aug 22, 2019
- 1 min read
Updated: Oct 17, 2020
প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে গ্রেফতারের প্রতিবাদে মালদা শহরে বিক্ষোভ মিছিল করল জেলা কংগ্রেস নেতৃত্ব। বৃহস্পতিবার বিকালে মালদা শহরের রথবাড়ি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে। উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি মোস্তাক আলম, বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার সহ কর্মী-সমর্থকরা।
প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে গ্রেফতারের প্রতিবাদে আজ বিকেলে জেলা কংগ্রেস নেতৃত্ব একটি বিক্ষোভ মিছিল করে পথসভার আয়োজন করে। রথবাড়ি মোড় থেকে মিছিলটি শহর পরিক্রমা করে ফোয়ারা মোড়ে শেষ হয়।
মোস্তাক আলম বলেন, বুধবার রাতে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হলেও ভয় পায় না কংগ্রেস। কিন্তু যে পদ্ধতিতে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে, তার প্রতিবাদ করতেই আজকের এই বিক্ষোভ মিছিল। প্রাক্তন অর্থমন্ত্রী লাগাতার মোদী সরকারের বিরোধিতা করেছিলেন। সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।
ছবি: মিসবাহুল হক
Comments