রাখী পরিয়ে সংস্কৃতি দিবস উদযাপন মালদায়
জেলা প্রশাসন ও ইংরেজবাজার পুরসভার উদ্যোগে মালদা শহরের পোস্টঅফিস মোড়ে পালিত হল সংস্কৃতি দিবস। উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি, মালদা জেলাপরিষদের সভাধিপতি লিপিকা ঘোষ বর্মন, অতিরিক্ত জেলাশাসক জামিল ফাতেমা জেবা সহ জেলা প্রশাসনের আধিকারিক ও পুরসভার কাউন্সিলরা। অনুষ্ঠানে মন্ত্রী, সভাধিপতি সহ অন্যান্য সদস্যরা চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরিকে রাখী পরান। পরে মন্ত্রী সাবিনা ইয়াসমিন পথ চলতি মানুষ, গাড়ি চালক, রিক্সা চালক সহ পুলিশ কর্মীদের রাখী পরিয়ে মিষ্টিমুখ করান।
সাবিনা ইয়াসমিন এবং কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি জানান, রাখীবন্ধন মানুষকে ঐক্যবদ্ধ করার উৎসব। আমরা সকলে একত্রিত হয়ে এই উৎসবে সামিল হয়েছে। আগামী দিনে এভাবেই একত্রিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
Comments