top of page

কালবৈশাখীতে ক্ষতি কলা চাষে, মাথায় হাত চাষিদের

হঠাৎ কালবৈশাখীতে ক্ষতির মুখে কলাচাষিরা। কীভাবে ঋণ শোধ করবেন তা ভেবে কুল-কিনারা পাচ্ছেন না চাঁচলের চাষিরা।


গতকাল রাত আটটা নাগাদ জেলা জুড়ে হঠাৎ কালবৈশাখীর ঝড় শুরু হয়। ঘণ্টাখানেক ধরে চলে প্রবল বৃষ্টিও। আর তাতেই চাঁচল-২ ব্লকের ভাকরি পঞ্চায়েতের উত্তর রসুলপুর, রামপুর সহ চাঁচল মহকুমার বিভিন্ন এলাকায় বহু কালগাছ ভেঙে পড়ে। হঠাৎ ঝড়ে ক্ষতির মুখে পড়েছেন ওই এলাকার চাষিরা।


রামপুরের কলাচাষি ভবানন্দ সরকার জানান, স্ত্রীর নামে স্বনির্ভর গোষ্ঠী থেকে ঋণ নিয়ে দুই বিঘে জমিতে কলা চাষ করেছিলাম। একমাস পরেই মোচা বের হতো। গতকাল রাতের ঝড়-বৃষ্টিতে প্রায় সমস্ত গাছ পড়ে গিয়েছে। কিভাবে ঋণ পরিশোধ করব বুঝতে পারছি না। একই বক্তব্য উত্তর রসুলপুরের গোপাল মণ্ডলের। তিনি জানান, তাঁর দেড় বিঘা জমির কলা গাছ ভেঙে পড়েছে। মহাজনের থেকে ঋণ নিয়ে তিনি চাষ করেছিলেন। ফলনের আগেই গাছ পড়ে যাওয়ায় তাঁদের সম্পূর্ণ ক্ষতি বহন করতে হবে। এখন তাঁরা সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page