রোগীদের সাথে কথা বলতে হাসপাতালে এলেন জেলাশাসক
স্বাস্থ্য পরিসেবা খতিয়ে দেখতে ও রোগীদের সঙ্গে কথা বলতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করলেন জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসক। বুধবার সকালে মেডিকেল কলেজের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন প্রশাসনিক কর্তারা।
এদিন সকালে জেলাশাসক রাজর্ষি মিত্র ও অতিরিক্ত জেলাশাসক অশোককুমার মোদক মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন। মেডিকেল কলেজের প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখার্জি ও অন্যান্য আধিকারিকদের নিয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের সঙ্গে কথা বলেন জেলাশাসক।
Comments