top of page

চাষির হাতে তুলে দেওয়া হল জিআই শংসাপত্র

ইতিমধ্যে মালদার তিনটি প্রজাতির আম জিআই ট্যাগের স্বীকৃতি পেয়েছে। আজ জেলার ফজলি, লক্ষণভোগ ও হিমসাগর এই তিন প্রজাতির আম চাষিদের উৎসাহিত করতে শংসাপত্র তুলে দেওয়া হল। এতে আগামী দিনে আম চাষিরা আরও উৎসাহিত হবেন বলে জানিয়েছেন মন্ত্রী ও জেলাশাসক।


আজ দুপুরে মালদা শহরের টাউন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিজ্ঞান, প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, জেলার দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তজমূল হোসেন, জেলাশাসক নিতীন সিংঘানিয়া সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠান থেকে জেলার ২৩২ জন চাষিদের হাতে জিআই শংসাপত্র তুলে দেওয়া হয়।



মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জানান,

এই জিআই ট্যাগের স্বীকৃতিতে মালদার আমের চাহিদা আরও বাড়বে। আজ এই তিন প্রজাতির আম চাষিদের জিআই শংসাপত্র প্রদান করা হল। এতে চাষিরা আরও ভালো ফলনে উৎসাহিত হবেন।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page