আগামী বিধানসভায় কৃষি বিলকে হাতিয়ার করতে চলেছে শাসকদল
কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরুদ্ধে সরব হয়ে ফের আন্দোলনে যুব তৃণমূল নেতৃত্ব। শনিবার দুপুরে পুরাতন মালদার নিত্যানন্দপুর এলাকায় একটি কৃষিজমির ওপরে কৃষকদের নিয়ে এই বিলের প্রতিবাদে আন্দোলনে সামিল হন যুব তৃণমূল নেতৃত্ব।
উল্লেখ্য, লোকসভায় ছ’টি রবিশস্যের ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর কথা ঘোষণা করেন কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর৷ এরপর থেকেই সরব হতে থাকে বিরোধীরা৷ আগামী বিধানসভায় এই বিলকে হাতিয়ার করে শাসকদল যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ময়দানে নামতে চলেছে তা রাজনৈতিক মহলের সকলেই বুঝতে পেরেছে। তবে এই বিল শাসকদলের নৌকা পার করতে পারে কিনা তা সময়ই বলবে। আজ পুরাতন মালদায় যুব তৃণমূলের পক্ষ থেকে লাঙল নিয়ে প্রতীকী বিক্ষোভ দেখানো হয়৷
[ আরও খবরঃ করোনাকে হালকা নেবেন না ]
যুব তৃণমূল সভাপতি প্রসেনজিত দাস বলেন, সংসদে কৃষি বিল পাস হওয়ার পর থেকেই বিলের বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমেছি৷ কেন্দ্রীয় সরকার, অগণতান্ত্রিক সরকারে পরিণত হয়েছে৷ সম্প্রতি পাশ করা কৃষি বিলে কৃষকদের অর্থনৈতিক ক্ষমতাকে হরণ করা হয়েছে৷ এই বিলের প্রতিবাদে দেশের সমস্ত প্রান্তের কৃষকরা প্রতিবাদে সামিল হয়েছেন। তৃণমূল নেত্রী কথা দিয়েছেন, তিনি কৃষকদের জন্য লড়াই চালিয়ে যাবেন৷ তাঁর নির্দেশে আমরা কৃষকদের নিয়ে এই বিলের প্রতিবাদ জানাচ্ছি৷ এই বিল প্রত্যাহার না করা পর্যন্ত আমরা লড়াই করে যাব৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments