Search
পাট চাষে ক্ষতি নিয়ে মাথায় চিন্তার ভাঁজ চাষিদের
- আমাদের মালদা ডিজিট্যাল
- May 31, 2023
- 1 min read
পর্যাপ্ত জল না মেলায় এই মরশুমে জেলার অধিকাংশ অংশে পাট চাষ করতে পারলেন না চাষিরা। বহু জমিতে পাট চাষ করার পরেও জলের অভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পাট। এই পরিস্থিতিতে ক্ষতির সম্মুখীন হওয়ার চিন্তা গ্রাস করছে পাট চাষিদের।
জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, মালদা জেলার কালিয়াচক-৩ নম্বর ব্লক, মানিকচক এবং চাঁচল ১ নম্বর ব্লকে সবচেয়ে বেশি পাট চাষ হয়। তবে চলতি মরশুমে জেলা জুড়ে ৩১ হাজার ৩৬৮ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় অনেকটা কম। গত বছর মালদহ জেলায় মোট ৩২ হাজার ৯৩১ হেক্টর জমিতে পাট চাষ হয়েছিল। জেলায় পাটের উৎপাদন হয়েছিল ৮৬ হাজার ৫০৯ মেট্রিক টন। এই বছর চাষের পরিমাণ কম হয়েছে। তাই উৎপাদন কম হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পর্যাপ্ত জল না মেলায় পাট চাষে ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কাও রয়েছে। আর এতেই মাথায় চিন্তার ভাঁজ পড়েছে পাট চাষিদের।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios