সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে বসল ভাইফোঁটার আসর
বাঙালির ভাইফোঁটায় শরিক হলেন দেশের বিভিন্ন প্রদেশ থেকে আসা বিএসএফ জওয়ানরা৷ আজ হবিবপুর ব্লকের শিরশি কলাইবাড়ি এলাকায় স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিএসএফ জওয়ানদের ফোঁটা দেয় গ্রামের বেশ কিছু যুবতী ও কিশোরী৷ বাড়িঘর ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে দেশবাসীকে নিরাপত্তা দিতে আসা জওয়ানরাও গ্রামীণ মেয়েদের ফোঁটা পেয়ে খুব খুশি৷ তাঁদের অনেকের চোখেই ধরা পড়েছে অশ্রু৷ এই আসরে ফোঁটা নিতে চলে এসেছিলেন সদ্য দায়িত্ব নেওয়া হবিবপুরের বিডিও, আইএএস পি প্রমোথও৷ ভাইদের ফোঁটা দিয়ে খুশি মামণি, রাধিকারাও৷
আজ শিরশি কলাইবাড়ি গ্রামে ইন্দো-বাংলা সীমান্তে নিয়োজিত ৪৪ নম্বর ব্যাটেলিয়ন বিএসএফ জওয়ানদের ফোঁটা দিয়েছে মামণি, লাবণি, স্নেহা, মন্দিরা, রাধিকারা৷ দুপুরে কাঁটাতারের বেড়ার পাশেই বসেছিল ভাইফোঁটার আসর৷ জওয়ানদের সঙ্গে আসরে বসে পড়েছিলেন ব্লকের দায়িত্বপ্রাপ্ত আইএএস আধিকারিকও৷ বোনরা প্রথমে ভাইদের দীর্ঘায়ু কামনা করে ফোঁটা দেয়৷ মিষ্টিমুখ করায়৷ ভাইরাও বোনদের হাতে নানাবিধ উপহার তুলে দেন৷
হবিবপুরের বিডিও পি প্রমোথ জানিয়েছেন, তিনি নিজেও ভিনরাজ্য থেকে এখানে এসেছেন৷ এখনও এলাকা সঠিকভাবে চেনেন না৷ তবে গতকাল যখন তাঁর কাছে ফোঁটা নেওয়ার আহ্বান আসে, তখন বোনদের ডাক উপেক্ষা করতে পারেননি৷ ভাই আর বোনের মধ্যে ভাষা কিংবা প্রদেশ কোনও বাধা হতে পারে না৷ এই বন্ধন চিরন্তন৷ তাই আজ তিনি এই বোনদের হাত থেকে ফোঁটা নিতে বিএসএফ ক্যাম্পে চলে আসেন৷ এই আয়োজনের মূল উদ্যোক্তা তারাশংকর রায় বলেন, বিএসএফ জওয়ানরা নিজেদের পরিবার ছেড়ে আমাদের নিরাপত্তায় দিনরাত এক করে সীমান্ত পাহারা দেন৷ দেশের প্রায় সব প্রদেশেই ভিন্ন নামে ভাইফোঁটার প্রচলন রয়েছে৷ এই জওয়ানরা যেন বাড়িতে থাকা বোনদের কথা চিন্তা করে মন খারাপ না করেন, তার জন্যই আমাদের এই উদ্যোগ৷ গ্রামের বোনরা আজ তাঁদের দীর্ঘায়ু কামনা করে কপালে ফোঁটা দিয়েছে৷ ভবিষ্যতেও এই জওয়ানদের সঙ্গে নিয়েই আমরা যে কোনও সামাজিক অনুষ্ঠান পালন করব৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments