top of page

রাজ্যস্তরের সুব্রতকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মালদার মেয়েরা

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৯ মহিলা সুব্রতকাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের খেতাব পেল মালদার গাজোলের হাতিমারি হাইস্কুল। উওমেন অফ দ্য সিরিজের খেতাবও এসেছে মালদায়। এর আগে ২০১৯ সালেও সুব্ত কাপের চ্যাম্পিয়নের খেতাব পেয়েছিল হাতিমারি স্কুল।


সুব্রতকাপের শেষ প্রতিযোগিতার সেরা চারটি দল নিয়ে ফের শুরু হয় প্রতিযোগিতা। গতকাল ছিল হাতিমারি হাইস্কুল ও দক্ষিণ দিনাজপুরের সরলা বিএনএস হাইস্কুলের সেমিফাইনাল খেলা। ৫-২ গোলে সেই ম্যাচ জেতে হাতিমারি স্কুলের খেলোয়াররা। আজ পুরুলিয়া হাইস্কুলের সঙ্গে ফাইনাল খেলা ছিল। ফাইনালে ৬-০ ব্যবধানে জেতে হাতিমারি স্কুলে। ৬টি গোলের মধ্যে ৫টি গোল করেন লক্ষ্মী মুদি। দ্বিতীয়ার্ধে একটি গোল করেন মুথিকা মুণ্ডা। এই প্রতিযোগিতায় উওমেন অফ দ্য সিরিজ এবং ফাইনালের উওমেন অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন লক্ষ্মী।


Malda Girls Champion in State Level Subrata Cup Football
উওমেন অফ দ্য সিরিজের খেতাবও এসেছে মালদায়



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page