পরপর দুই কন্যাসন্তান, খুনের চেষ্টা স্ত্রীকে!
পরপর দুই কন্যাসন্তানের জন্ম দেওয়ায় স্ত্রীকে খুন করার চেষ্টার অভিযোগ স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় বধূ বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
আক্রান্ত বধূর নাম অলকা মণ্ডল (২২)। বাড়ি ইংরেজবাজার থানার বিনপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে পেশায় সবজি বিক্রেতা গোপাল মণ্ডলের সঙ্গে অলকাদেবীর বিয়ে হয়। তাঁদের দুই কন্যাসন্তান রয়েছে। আট মাস আগে দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম দেন অলকাদেবী। অভিযোগ, পর পর দুই কন্যাসন্তান জন্ম দেওয়ায় অলকাদেবীর ওপর অত্যাচার চলছিল। বৃহস্পতিবার রাতে অলকাদেবী রান্না করছিলেন। ওই সময় স্বামী ও শাশুড়ি অহলা মণ্ডল হাঁসুয়া দিয়ে অলকাদেবীর ওপর এলোপাথাড়ি কোপ মারে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। পরিবারের লোকজন পুলিশে অভিযোগ দায়ের করার প্রক্রিয়া শুরু করেছে।
[ আরও খবরঃ ত্রাণ আত্মসাতের অভিযোগে গণপিটুনি তৃণমূল নেতাকে ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments