মালদার আমঃ মজেছে বিশ্ব, ইতালি গেল ৫০০ কেজি ল্যাংড়া
বিদেশের বাজারে চাহিদা বেড়েছে মালদার আমের। এর আগে তিন মেট্রিক টন আম পাঠানো হয়েছিল বিদেশে। মালদার আমের স্বাদে মজে আরও বরাত এসেছে বলে জানালেন জেলা উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের উপ অধিকর্তা কৃষ্ণেন্দু নন্দন। তিনি জানান, এর আগে দেড় টন করে ল্যাংড়া ও হিমসাগর আম জার্মানি ও লন্ডনে গিয়েছিল। গতকাল প্রায় ৫০০ কেজি ল্যাংড়া ইতালির মিলান শহরে গিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে জেলার অন্তত পাঁচটি প্রজাতির আম বিদেশে পাঠানোর চেষ্টা চলছে। কাতারে এর মধ্যেই একটি মেলা রয়েছে। সেখানে সারা পৃথিবীর আমের সঙ্গে মালদার আম রাখার জন্য লক্ষ্মণভোগ, ল্যাংড়া, আম্রপালি, মল্লিকা, ফজলি ও সুরমা ফজলির মতো পাঁচটি প্রজাতির আম তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে রফতানিকারকদের সঙ্গে আলোচনা হয়েছে।
কৃষ্ণেন্দুবাবু আরও জানান, মালদার আম এখনও বিদেশের বাজার সেভাবে ধরতে পারেনি। এবার অনেক দেশে মালদার আম গিয়েছে। বিদেশের বাজারে মালদার আমের চাহিদা তৈরি হলে রফতানিকারকরা আম রফতানিতে উৎসাহ পাবেন। মালদার আমের চাহিদা বিদেশের বাজারে দেখা দিলেই রফতানির পরিকাঠামো তৈরি হয়ে যাবে। তবে কলকাতা থেকে সব দেশে সরাসরি বিমান না যাওয়ায় সময়ের পাশাপাশি রফতানির খরচ খানিকটা বাড়ছে। এবছর মালদা থেকে আরও এক হাজার কেজি আম বিদেশে যাওয়ার আশা রয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments