আলোর উৎসবে শোকের ছায়া মালতিপুরের নদাপাড়ায়
আলোর উৎসবে অন্ধকারের ছায়া মালতিপুর বিধানসভার চন্দ্রপাড়া অঞ্চলের নদাপাড়া এলাকায়। পরিযায়ী শ্রমিকের মৃতদেহ এলাকায় ফিরতেই নেমে এসেছে শোকের ছায়া।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মাস দুয়েক আগে নদাপাড়ার উত্তম মণ্ডল (৪৮) দিল্লিতে নির্মাণ কর্মীর কাজে যান। দেড় মাস পর সেখান থেকে ফোন আসে তিনি গুরুতর অসুস্থ। সহকর্মীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকদের থেকে তাঁরা জানতে পারেন উত্তমবাবুর মাথায় রক্তচাপ সৃষ্টি হয়েছে। সেদিনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। আজ কালীপুজোর দিনে তাঁর মৃতদেহ গ্রামে ফিরতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া।
মৃত উত্তম মণ্ডলের স্ত্রী ইন্দ্রা মণ্ডল জানান, দেড় মাস আগে আট হাজার টাকা সংসার খরচ দিয়ে ভিন রাজ্যে কাজে গিয়েছিল স্বামী। পাকা বাড়ি ও ছেলের বিয়ে দেওয়ার স্বপ্ন সাথে নিয়ে দাদন খাটতে যাওয়া তাঁর। গত মঙ্গলবারও স্বামীর সঙ্গে কথা হয়েছিল। স্বামী জানিয়েছিলেন, তাঁর জ্বর হয়েছে। আর কোনও খবর মেলেনি। উৎসবের দিনে এভাবে স্বামীর নিথর দেহ বাড়িতে ফিরবে ভাবতে পারিনি।
[ আরও খবরঃ নিষেধাজ্ঞার পরেও মজুত, মানিকচকে ফের উদ্ধার শব্দবাজি ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments