top of page

১০ দিন খোঁজ নেই স্বামীর, পুলিশের দ্বারস্থ পরিযায়ী শ্রমিকের স্ত্রী

ভিনরাজ্য থেকে বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ পরিযায়ী শ্রমিক। গত ১০ দিন ধরে স্বামীর সঙ্গে যোগাযোগ না করতে পেরে পুলিশের দ্বারস্থ হয়েছেন নিখোঁজ পরিযায়ী শ্রমিকের স্ত্রী।


নিখোঁজ শ্রমিকের নাম মাসুম আলি (২২)। বাড়ি হরিশ্চন্দ্রপুরের বরুই গ্রামপঞ্চায়েতের পাঁচলা গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ছয় মাস আগে জয়পুরের একটি হোটেলে কাজ করতে যান মাসুম। কুরবানির সময় বাড়ি ফেরার কথা থাকলেও ট্রেনের টিকিট না পাওয়ায় গত ১৯ জুলাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেদিন সকালে পরিবারের সঙ্গে কথাও হয় মাসুমের। এরপর থেকেই ফোন সুইচ অফ হয়ে যায় তাঁর। বিষয়টি নিয়ে জয়পুরের স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।



মুকলেসা বিবি জানান, গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন তাঁর স্বামী। প্রায় প্রতিদিনই স্বামীর সঙ্গে ফোনে কথা হত তাঁর। ১৯ জুলাই মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ শেষ কথা হয় স্বামীর সঙ্গে। ফোনে ট্রেন ধরে বাড়ি ফেরার কথা জানিয়েছিল স্বামী। তারপর থেকে মোবাইল বন্ধ। হঠাৎ স্বামীর এক বন্ধু ফোন করে জানান, স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page