নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল নাবালিকা, ডাকা হল ডুবুরি
ক্ষৌরকর্ম শেষে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক নাবালিকা। স্থানীয় বিধায়ক, বিডিও ও আইসির উপস্থিতিতে মহানন্দায় জাল ফেলে দেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচলের গালিমপুর এলাকায়।
তলিয়ে যাওয়া নাবালিকার নাম টগরী মণ্ডল (১০)। বাড়ি চাঁচলের দরিয়াপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে টগরীর পরিবারের এক আত্মীয় মারা যান। আজ তাঁর পারলৌকিক ক্রিয়ার ক্ষৌরকর্ম ছিল। ক্ষৌরকর্ম শেষে মহানন্দা নদীতে স্নান করতে নেমে হঠাৎ তলিয়ে যায় সে। খবর পেয়ে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বিধায়ক, বিডিও ও আইসি।
বিধায়ক নীহাররঞ্জন ঘোষ জানান, মর্মান্তিক ঘটনা। মেয়েটিকে উদ্ধার করার চেষ্টা চলছে। বিপর্যয় মোকাবিলা দফতরে বিষয়টি জানানো হয়েছে। ডুবুরিরা ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছেন।
[ আরও খবরঃ বিপত্তি, তাজিয়া-লাঠি খেলার মাঝে ভেঙে পড়ল মঞ্চ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios