top of page

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত মালদার নেতাজি কলোনি, মোতায়েন পুলিশ

ভোট পরবর্তী হিংসা মালদা শহরের নেতাজি কলোনি এলাকায়। দফায় দফায় দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন উভয়পক্ষের কমপক্ষে পাঁচজন। আহতরা মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী৷ এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে আটক করেছে পুলিশ৷


Malda Netaji Colony heated by post-poll violence
ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী

ভোট পরবর্তী হিংসার ছবি দেখা গিয়েছে রাজ্য জুড়ে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন খোদ মুখ্যমন্ত্রীও। শপথ গ্রহণ করেই প্রতিটি জেলার জেলাশাসক ও পুলিশসুপারকে কড়া হাতে ভোট পরবর্তী হিংসা নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন। এবার সেই ছবি দেখা গেল মালদা শহরেও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল থেকে দফায় দফায় তৃণমূল ও বিজেপির সংঘর্ষে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ভাঙচুর করা হয় বেশ কিছু দোকান। চলতে থাকে দা-হাঁসুয়ার কোপ। পরিস্থিতির কথা মাথায় রেখে সকাল থেকে ওই এলাকায় যাওয়ার সাহস দেখায়নি সাধারণ মানুষ। জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷ আপাতত পরিস্থিতি স্থিতিশীল৷ এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে আটক করা হয়েছে৷




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page