top of page

রমরমিয়ে চলছিল নিষিদ্ধ ওষুধের কারবার, ধৃত ব্যবসায়ী

ওষুধের দোকানে হানা দিয়ে নিষিদ্ধ ফেনসিডিল সহ এক দোকানদারকে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।


হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত বারদুয়ারি এলাকা জুড়ে যত্রতত্র গজিয়ে উঠছে লাইসেন্স ছাড়া বেআইনি ওষুধের দোকান। সেখান থেকে বিক্রি হচ্ছে বিভিন্ন নিষিদ্ধ ওষুধ। রমরমিয়ে চলছে ব্যবসা। অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে যুব সমাজকে। অবশেষে পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন। এক ওষুধের দোকানে হানা দিয়ে ১১৫ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করল পুলিশ। উদ্ধার হওয়া ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা। গ্রেফতার করা হয়েছে দোকানের মালিককে। ধৃত ব্যক্তির নাম তজিবুর রহমান (২৩)। বাড়ি হরিশ্চন্দ্রপুরের মালিওর-১ গ্রামপঞ্চায়েতের অন্তর্গত রাঘবপুর এলাকায়।


Malda-Police-arrested-shopkeeper-with-banned-phencidyl
ওষুধের দোকানে হানা দিয়ে ১১৫ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করল পুলিশ

হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস জানান, বেআইনিভাবে সেই ওষুধের দোকান চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে ওই দোকানে হানা দেওয়া হয়। দোকান থেকে ১১৫ বোতল করেক্স ফেনসিডিল বাজেয়াপ্ত করা হয়েছে। দোকানের মালিককে গ্রেফতার করে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page